শ্রীনগরে মাদক কারবারি গ্রেফতার

0
92

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে মো. নাঈম মোড়ল (২১) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ৬ হাজার টাকা ও একাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পৌণে ৩ টার দিকে উপজেলার মুসল্লিকান্দা পাড়া থেকে মাদক কারবারি নাঈমকে গ্রেফতার করা হয়। এসময় নাঈমের সহযোগী মুসল্লিকান্দা পাড়ার মো. শহিদুল খান (৪০) নামে অপর মাদক কারবারি পালিয়ে যায়।

র‌্যাব এক বার্তায় জানায়, র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ’র নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের মুসল্লিকান্দা পাড়া থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও ১টি মোবাইলসহ মাদক কারবারি নাঈমকে গ্রেফতার করা হয়। এসময় নাঈমের সহযোগী পালিয়ে যায়। গ্রেফতাকৃত নাঈম একই উপজেলার পশ্চিম বাঘড়া এলাকার মুখলেছ মোড়লের ছেলে। এঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।