খুলনায় ২ চিকিৎসকসহ ৩০ জনের দেহে করোনা শনাক্ত

0
101

খুলনা প্রতিনিধি : ৭ জুন রবিবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ২ জন চিকিৎসকসহ ৩০ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে খুলনা জেলার ২৮ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহ ও বাগেরহাট জেলার একজন করে রয়েছেন।

রবিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। এটি খুলনায় একদিনে শনাক্ত হওয়া দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত হয়, যার মধ্যে ৩০ জনই খুলনার ছিলেন। গত শনিবার ২৯ জনের করোনা শনাক্ত হয় ।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রবিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৭০টি। তাদের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে যাদের মধ্যে ২৮ জনই খুলনা জেলার। বাকি দুইজন বাগেরহাট ও ঝিনাইদহ জেলার।

তিনি আরও জানান, খুলনায় শনাক্তদের মধ্যে ২২ জনই নতুন, আর বাকি ৬ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। এছাড়াও জুট মিল শ্রমিকসহ এলাকার নানা পেশার মানুষ রয়েছেন।