করোনা: ভারতে একদিনে প্রাণহানি ৩৮৪৭

0
97

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৮৪৭ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ১১ হাজার। বৃহস্পতিবার (২৭ মে) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। দেশটি এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা তিন লাখ ১৫ হাজার।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ২০ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে ভারত। এদিকে কিছু শর্তসাপেক্ষে ২০২১ সালেই ভারতে পাঁচ কোটি ভ্যাকসিন সরবরাহ করবে টিকা কোম্পানি ফাইজার। তারা বলছে, ১২ বা তার বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিন উপযুক্ত। ভারতে এই মুহূর্তে তিনটি ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে। দুইটি সেরাম ইন্সটিটিউটে তৈরি- কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। অন্যটি রাশিয়ান স্পুটনিক ভি। তবে তিনটিই শুধু মাত্র ১৮ বা তদুর্ধ্ব বয়সীদের জন্য অনুমোদনপ্রাপ্ত।

গত ১৯ মে থেকে এখন পর্যন্ত ভারতে ১৯ লাখ করোনা রোগী ধরা পড়েছে। একইসময়ে মারা গেছেন ২৮ হাজার মানুষ। ১৪ এপ্রিলের পর প্রথমবারের মতো গত মঙ্গলবারে দৈনিক শনাক্তের সংখ্যা দুই লাখের নিচে নেমেছিল।