শরীয়তপুরে চাল চুরির অভিযোগে চেয়ারম্যান ও দুই মেম্বার বরখাস্ত

0
85

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়বচাল চুরির অভিযোগে এক চেয়ারম্যান, দুই মেম্বার বরখাস্ত। গত বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন ও ৩ নং ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর পূর্বে চাল বিতরণে অনিয়ম ও চাল চুরির ঘটনায় ঐ ইউপি চেয়ারম্যান ও ২ সদস্যের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন স্বপন, ৩ নং ওয়ার্ড সদস্য মোফাচ্ছের বেপারী ও ৯ নং ওয়ার্ড সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়।

Author