বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

0
91

শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ১১১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।

রোববার(৭ জুন) ভোরে বেনাপোল পুটখালী সীমান্তের পুটখালী উত্তর পাড়ার একটি আমবাগান থেকে এ ফেন্সিডিলের চালানটি জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা আরআইবির ল্যাঃনায়েক নূরুল আনোয়ার এর তথ্যের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে পুটখালী উত্তর পাড়া একটি আমবাগানের ভেতর অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা আরআইবির ল্যাঃনায়েক নূরুল আনোয়ার সহ পুটখালী ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১১১ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।তবে বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।