ঈশ্বরদীতে ৪ হাজার ৫ শত লিচু চাষীর প্রায় দেড়’শ কোটি টাকা লোকসান

0
79

মামুনুর রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: এবারে লিচুর বাম্পার ফলনের পরও আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতি ও করোনায় লকডাউন চলার কারণে দাম না থাকায় এবার ঈশ্বরদীর ৪ হাজার ৫ শত লিচু চাষীর প্রায় দেড়’শ কোটি টাকা লোকসান হয়েছে।

ঈশ্বরদী কৃষি বিভাগের দেওয়া তথ্যঅনুযায়ী, পাঁচশত কোটি টাকার টার্গেট নিয়ে ঈশ্বরদীর সলিমপুর, সাহাপুর, দাশুড়িয়াসহ সাত ইউনিয়নের সাড়ে চার হাজার চাষী তিন কোটি আট চল্লিশ লাখ পঁচাত্তর হাজার গাছে লিচুর আবাদ করেন।

টার্গেটের চেয়ে অতিরিক্ত ফলন হওয়ার পরও চাষীরা গাছে লিচু ধরে লাখতে পারেনি। হঠাৎ করে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাওয়া সুপার ঘূর্ণিঝড় আমফানে প্রায় দু’শ কোটি টাকার ফসলের ক্ষতি হয়। এর মধ্যে শুধু লিচুর ক্ষতি হয়েছে দেড়’শ কোটি টাকার। লিচুর এই ব্যাপক ক্ষতির ফলে চাষীরা দিশেহারা হয়ে পড়ে।

আবার করোনা সংক্রমনরোধে লক ডাউন হওয়ায় যানবাহন বন্ধ হয়ে লিচুর দাম পড়ে ক্ষতির পরিমাণ বহুগুণে বেড়ে যায়। এই অবস্থায় লিচু চাষীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছন।