টিকা নিলেন বিশ্ব স্বাস্থ্য-সংস্থা প্রধান

0
99

অবশেষে করোনা টিকা নিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসাস। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আজ এক বার্তায় এ কথা নিশ্চিত করেন তিনি।

করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান জানিয়ে তিনি টুইটারে বলেন, ‘আজ আমি করোনার বিরুদ্ধে ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন জীবন বাঁচায়। আপনি যে দেশে আছেন, সেখানে যদি ভ্যাকসিন পাওয়া যায় তাহলে ভ্যাকসিন নিয়ে নিন।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ এটিকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এখন পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ছাড়িয়েছে।করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৬১৬। এর মধ্যে ৩৩ লাখ ৪৫ হাজার ১৮ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৩ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৫১৮ জন।