বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে ‘ঈদ বিরতি’

0
219

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু হয়েছিল জাতীয় ফুটবল দলের। তবে ক্যাম্প শুরুর দুদিনের মধ্যেই তা স্থগিত করা হয়েছে। ফুটবলারদের দেওয়া হয়েছে ঈদের ছুটি।

অবশ্য যে দুদিন ক্যাম্প হয়েছে তাতে সিংহভাগ ফুটবলারই যোগ দেননি। অনেকেরই লিগে ব্যস্ততা ছিল। যারা যোগ দিয়েছেন তাদের হোটেলেই কেটেছে সময়।

বুধবার এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রশিক্ষণ ক্যাম্প ১৬ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে সংশ্লিষ্ট খেলোয়াড়রা ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করবেন। আবাসিক ক্যাম্প ১৬ জুন পর্যন্ত চলমান থাকবে।’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের খেলোয়াড়দের বেশি ভাগই লিগে ৪টি করে ম্যাচ খেলেছে। ঈদের তিন-চার দিন ছুটিটা কাটিয়ে তারা একদম ফ্রেশ মাইন্ডে ক্যাম্পে যোগ দেবে।’

দলের প্রধান কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে রয়েছেন কোয়ারেন্টাইনে। প্রাথমিক ক্যাম্পে মোট ৩৩ ফুটবলার ডেকেছেন তিনি। এর মধ্যে ৫ জন অনুর্ধ্ব-২৩ দলের ফুটবলার।