অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ আটক ২৮

0
75

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ ২৮ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

সোবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান,সোমবার ভোরে ৫৮ বিজিবি এর অধিনস্ত মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১২-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের আনারুল ইসলাম এর বাড়ির পূর্ব পার্শ্ব হতে ১৯ জন ও সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৪/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রামের পাকা রাস্তার উপর হতে ০৮ জন এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের নুরউজ্জামানের ছেলে সাদ্দাম হোসেন (২৬) সহ মোট ২৮ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে এবং অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।