কাঠালিয়ায় এাণের দাবিতে মানববন্ধন

0
108

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে ত্রাণের দাবিতে মাবববন্ধন করেছে ত্রাণ বঞ্চিতরা। শনিবার সকালে জাঙ্গালীয়া গ্রামের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক লোক অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় আব্দুল জলিল হাওলাদার, আনোয়ারা বেগম, আবুল মীরসহ অরো অনেকে। বক্তাদের অভিযোগ, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হলেও তারা সরকারি কোন ত্রাণ আজও পায়নি। এমনকি ঘুর্ণিঝড় আম্ফানেও তাদের অনেক ক্ষতি হয়েছে কিন্তুু তাতেও তাদের ভাগ্যে জোটেনি কোন সরকারি ত্রাণ সহায়তা। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব তাদের কোন ত্রাণ সহায়তা দেয়নি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তারা খুব অসহায় অবস্থায় রয়েছে। এ অবস্থায় সরকারি ত্রাণে দাবি জানিয়ে ত্রণ বঞ্চিতরা।

এদিকে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবেও এলাকায় অনেকে ত্রাণ দিয়েছি। এটা আমার প্রতিপক্ষ একটি গ্রুপ মানসম্মান ক্ষুন্ন করার জন্য কিছু লোক নিয়ে এই মানববন্ধন করেছে।