পটুয়াখালীতে র‌্যাবের হাতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

0
92

মোঃইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প (০৮ মে) বিকাল আনুমানিক ০৫ টার দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বিকাল সারে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার সদর থানাধীন টাউন জৈনকাঠী সাকিনস্থ মেয়রের ডকের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর কতিপয় লোক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নের্তৃত্বে বিকাল ৫ টার দিকে উক্ত স্থানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১  ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ আল আমিন সরদার (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর সরদার, সাং-টাউন জৈনকাঠী, ০১ নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ২০ (বিশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।