ভারত-যুক্তরাজ্যের ১০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি

0
86

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আগেই ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের সঙ্গে ভারতের ১০০ কোটি পাউন্ডের নতুন বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।

এর মধ্যে যুক্তরাজ্যে ৫৩ কোটি ৩০ লাখ পাউন্ড বিনিয়োগ করবে ভারত, যার মূল দিক হলো, টিকা উৎপাদনের লক্ষ্যে দেশটিতে সেরাম ইন্সটিটিউটের বিনিয়োগ। এর মধ্য দিয়ে সাড়ে ছয় হাজার মানুষের কর্মসস্থান হওয়ার আশা করা হচ্ছে।

লন্ডনে বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে গতকাল এ–সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, সেরামের ২৪ কোটি পাউন্ডের এ প্রকল্পে যুক্তরাজ্যে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা ও টিকা আরও উন্নত করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।

ব্রিটেনে টিকা বানানোর এ উদ্যোগ মূলত ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিরই অঙ্গ।

সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালাও এখন লন্ডনে অবস্থান করছেন। সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে এক সাক্ষাৎকারে সেরামের তিনি বলেছিলেন,করোনার টিকা পেতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তারা তাকে চাপ এবং কার্যত ‘হুমকি’ দেওয়ায় নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই ব্রিটেন পাড়ি জমান।