ঘাটাইলে খাদ্য সহায়তা পেল কর্মহীন ৩৫৮ জন মোটর শ্রমিক

0
85

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ করোনার কারনে লকডাউনে ক্ষতিগ্রস্থ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৩৫৮ জন কর্মহীন মোটর শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ ৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের সরকারি জিবিজি কলেজ মাঠ থেকে তাদের সরকারি বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক , উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিস সূত্রে জানা যায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনে কারনে দুরপাল্লার বাস বন্ধ থাকায় মোটর শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। তাদের মানবিক সহায়তার জন্য সরকারের ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বরাদ্ধকৃত চাল থেকে প্রত্যেক শ্রমিককে পনের কেজি করে চাল প্রদান করা হয়।