ঘোড়াঘাটে জলাতঙ্ক বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত

0
101
ঘোড়াঘাটে জলাতঙ্ক বিষয়ে অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাটে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নিমূর্লের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরকে টিকা দান (এমডিভি) কার্যক্রম বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩রা মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে,স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা (সিডিসি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ এর সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির এমডিভি সুপারভাইজার মোঃ সামির হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন,উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ রুমানা আকতার রোমি, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির এমডিভি সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক জিল্লুর রহমান প্রমূখ।

চলতিমাসে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা আগামী ৬-১০ মে পর্যন্ত কুকুরের টিকাদান কর্মসূচি কার্যক্রম চলবে। অবহিত করন সভায় বক্তারা বলেন কুকুরের কামরে জলাতঙ্ক রোগ হতে পারে। তাই কুকুরকে টিকাদান কর্মসূচি ওপর গুরুত্ব দিয়ে নির্মূল করা সম্ভব। টিকা দান কার্যক্রমে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইসরাইল হোসাইন।