৩১ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

0
103

গত বছর করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ বছর ৬ মে শুরুর কথা থাকলেও চলমান লকডাউনের কারণে তা সম্ভব হয়নি। এমনকি লিগটি নিয়ে ঘোর অনিশ্চয়তায় ছিলেন ক্রিকেটাররা। তবে রোববার ক্রিকেটারদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৩১ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। যা ঢাকা লিগ নামেও পরিচিত। তবে ৫০ ওভারের জায়গায় আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৬ মে থেকেও অবশ্য একই ফরম্যাটে শুরুর সিদ্ধান্ত নেওয়া ছিল।

ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেন, বিসিবির সহায়তায় ৩১ মে থেকে সিসিডিএম ডিপিএল আয়োজন করতে যাচ্ছে। এ ক্ষেত্রে আগেই সিদ্ধান্ত নেওয়া আছে যে এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।