ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী পিকআপ ও অটো ভ্যানের সংঘর্ষ: ভ্যান চালক নিহত

0
89
ঘোড়াঘাটে পিকআপ থেকে উদ্ধারকৃত ফেন্সিডিল ও নিহত অটো চালক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী পিকআপ ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় স্থানীয়রা ভ্যানের আহত যাত্রীকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেন। রবিবার (২রা মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী গ্রীণটেক অটো রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে পিকআপ এর চালক ও হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ গামী ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ (যার নম্বর- ঢাকা ন-১৫-৯০৮১) ওই স্থানে পৌছিলে বিপরীত থেকে দিক আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে অটো ভ্যান চালকের মৃত্যু হয়।

নিহত ভ্যান চালক নবাবগঞ্জ উপজেলার কাঁঠাল পাড়া (বাগানবাড়ী) গ্রামের মোঃ সুুুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)। আহত ভ্যান যাত্রীর ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের রুনু মিয়ার ছেলে শিপন মিয়া (২২)।

আহত শিপনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনা স্থল থেকে খাদে পড়ে থাকা পিকআপ এর কেবিনে রাখা একটি বস্তা থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, ঘটনা স্থলে থেকে পিকআপ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে লাশ ঘোড়াঘাট থানায় আনা হয়েছে।