রামগঞ্জে সাংবাদিকের লেখার প্যাড ও কলম ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ

0
87

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সোনাপুর টিন বাজারে মালেক ডা. ভবনের ডা. সোলেমান ও তার স্ত্রীর করোনা পজিটিভের খবর পাওয়া গেছে।

খবর পেয়ে দৈনিক গণকন্ঠ ও উত্তরা নিউজের সাংবাদিক করোনা স্পটে ছুটে যান। যাওয়ার পরে স্থানীয়দের সাথে বলে ভবণ ও আক্রান্তদের তথ্য নিচ্ছেন।

তথ্য নেওয়ার সময় পার্শ্ববর্তী আল্লাহর দান স্টোর দোকানের মালিক জিয়া উদ্দিন সেই সাংবাদিককে ডেকে নেন। তারপর সেই সাংবাদিকের তথ্যগুলো জানতে চায়। আর তারপর তিনি বলেন, আপনি কি লিখছেন, দরকার নাই, আপনার কি কোন খাই কাম নাই মিয়া, এটা বলেই সেই সাংবাদিকের লেখার প্যাড ও কলম ছুড়ে ফেলে দেন এবং লাঞ্চনাদায়ক কথা বলেন।

বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারিকে জানালে তারা বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। সাংবাদিক তথ্য নিতেই পারে কিন্তু তাকে লাঞ্ছিত করা মোটেও উচিৎ হয়নি। এতে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানকে জানালে তিনি বলেন, এটা খুবই অপরাধজনক কাজ। বাজার কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।