বাংলামোটরে বাসচাপায় দু’জন নিহতের মামলায় বাস চালক জাফরের রিমান্ড মঞ্জুর

0
71

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক জাফর মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, আজ শুক্রবার জাফর মোল্লাকে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া’র আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। বাসচাপায় নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ডিএমপি শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করেন এবং বাসটির চালক জাফর মোল্লাকে আটক করেন।