সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0
76

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চানু মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের বজড়া হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।চানু মিয়া ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে চানু মিয়া তার বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে গেলে অসাবধানতাবশত তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছে।