ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবসে দুরন্ত ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

0
99

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দুরন্ত ফাউন্ডেশন ঝালকাঠির বিভিন্ন জায়গায় গাছ লাগানের উদ্যোগ নিয়েছে। দুরন্ত ফাউন্ডেশনের নিজ অর্থায়নে বেশ কিছু ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। ঝালকাঠির ডিসি পার্ক এর ফাকা স্থানে গাছ লাগানো হয়। সংগঠনের সদস্যরা মিলে এসব গাছগুলো রোপন করে।

এসময় দুরন্ত ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জানান, বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় এলাকায় নদী ভাংগন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপন খুবই গুরুত্বপূর্ণ, তাই বিশ্ব পরিবেশ দিবস ছাড়াও আমরা আমাদের আশেপাশের খালি জমিতে ফলজ ও ঔষধি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি।