রামপালে “আমার বাড়ি-আমার খামার” প্রকল্পের ৬১ লাখ টাকা ঋণ বিতরণ

0
77

সুব্র ঢালী,স্টাফ রিপোর্টার: রামপালে কোভিড পরিস্থিতিতে আমার বাড়ি আমার খামার প্রকল্পে ঋন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের পাশে অবস্থিত “আমার বাড়ি একটি খামার” চত্বরে এই ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমার বাড়ি আমার খামারের শাখা ব্যবস্থাপক মোসা ঃ হামিমা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপস্থিত রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহি অফিসার কবীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের ঋনগ্রহীতা ও কর্মরত মাঠ সহকারীবৃন্দ।

মোসা: হামিমা সুলতানা জানান, মহামারী করোনাকালীন সময়ে দরিদ্র সদস্যরা যাতে অর্থনৈতিক সক্ষমতা টিকিয়ে রাখতে পারে তার জন্য রামপাল আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর কার্যক্রম চলমান রেখেছি। এসএমই, শস্যগোলা, এসএমই -২, কর্মসৃজন প্রকল্প ও মাইক্রোফিন্যান্স সার্ভিস ক্যাটাগরির আওতায় করোনাকালীন সময়ে ৬০ লক্ষাধিক টাকার বেশী ঋণ ছাড় দেয়া হয়েছে। যারা কৃষি ও বানিজ্যিক ব্যাবসার সাথে যুক্ত আছে তারা যাতে এই সময়ে টিকে থাকতে পারে তার জন্য আমরা তাদের মাঝেও ঋন বিতরণ করেছি। ইউএনও মহোদয় আমাদের সার্বিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন।