ঘোড়াঘাটে এসএসসির ফলাফলে পিছিয়ে বারপাইকের গড় উচ্চ বিদ্যালয়

0
107

ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলামঃ দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসির পরীক্ষার ফলাফলে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে উপজেলার বারপাইকের গড় উচ্চ বিদ্যালয়। এ বছর এ বিদ্যালয়টি হতে ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে ৩০ জন পরীক্ষার্থী। ফেল করে ২৯ জন পরীক্ষার্থী। শতকরা পাসের হার ৫০.৮৫।

এ বিষয়ে এক শিক্ষার্থীর অভিভাবক, এ বছরের এসএসসির পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রতি যতœশীল নয়, শিক্ষকরা নিয়মিত ক্লাস এ আসেন না। ম্যানেজিং কমিটির দায়সারা দায়িত্ব পালন করছেন। এ কারনেই এ বছরে পাসের হার খুবই কম। উপজেলা একডেমীক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে বিদ্যালয়টি।

শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতি আরো বেশি যতœশীল হতে হবে। তবেই শিক্ষকদের মূখ্য ভূমিকায় ফলাফল ভালো করা সম্ভব।