ভোলায় কোন সংগঠনের নামে যানবাহন থেকে চাঁদা উত্তোলন করলেই ব্যবস্থা: পুলিশ

0
89

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা জেলার বাস মালিক সমিতি, লঞ্চঘাট ও ফেরিঘাটে কোন সংগঠনের নামে চাঁদা উত্তোলন করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোলা জেলা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার অফিস কক্ষে বাস মালিক সমিতি, লঞ্চঘাট ও ফেরিঘাটের ইজারাদারদের উপস্থিতে সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন এই ঘোষণা দিয়েছেন।

সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলার পুলিশ সুপারের নির্দেশনায় আমরা সকল ঘাট ইজারদার ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ কে এই কথা বলে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কেউ যদি এই নির্দেশনা অমান্য করে চাঁদা উত্তোলন করে এমন খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশের এই নির্দেশনায় বিভিন্ন ঘাটের ড্রাইভারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, তারা ভোলার পুলিশ সুপার ও সদর থানার ওসি কে ধন্যবাদ জানিয়েছেন।