শ্রীলঙ্কা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ: মিরাজ

0
76

শ্রীলঙ্কায় দুই টেস্টের জন্য চূড়ান্ত হয়নি বাংলাদেশ দল। নিজেদের মধ্যে দুই দিনের অনুশীলন ম্যাচ শেষে দেয়া হবে দল। তার আগে কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মিরাজ-মুমিনুলরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ, পয়েন্ট টেবিলে সবার নিচে থাকলেও শ্রীলঙ্কা বলে আশা দেখছেন টাইগাররা। কেন না, শ্রীলঙ্কার মাটিতে গত কয়েক বছরে বেশ ভালো ফলাফল এনেছে বাংলাদেশ দল।

নিদাহাস ট্রফি কিংবা নিজেদের শততম টেস্ট ম্যাচটিতে জয়। সব মিলে টাইগার অল-রাউন্ডার মিরাজ বলছেন, গত কয়েক বছরের খেলা দেখলে শ্রীলঙ্কা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ।

‘আমরা এর আগে শ্রীলঙ্কাতে যত বারই খেলেছি, আমরা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফিতে অল্পের জন্য জিততে পারিনি, তারপরে শ্রীলঙ্কা সিরিজে আমরা যখন ওয়ানডে সিরিজ খেলেছি, ওরা একটা জিতেছে, আমরা একটা জিতেছি, টেস্টেও ১-১ ছিল। ওদের সাথে আমরা কিন্তু অনেক পিছায়ে নেই ওদের মাটিতে শেষ ৩-৪ বছরে। ’

মিরাজ মনে করেন পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী খেললে এবারও ভালো ফলাফল অসম্ভব কিছু না।

‘আমার কাছে মনে হয় আমাদের যদি সেইম কমিটমেন্ট থাকে এবং সেইম ইন্টেন্সিটি দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা ভালো কিছু করতে পারব।’ নিজেদের শততম টেস্ট ম্যাচটিতে শ্রীলঙ্কাকে দারুণ ভাবে হারিয়েছিল টাইগাররা। মিরাজের প্রত্যাশা, অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে এবারও সেভাবে খেয়া।

‘আমরা যখন শততম টেস্ট জিতেছিলাম, খুব ভালো লেগেছিল। কারণ শ্রীলঙ্কার মাটিতে আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম, ওই মোমেন্টটা অবশ্যই ভালো লেগেছিল। আর টিমের সবাই কমিটেড ছিল, যে আমরা সবাই ভালো ক্রিকেট খেলব এবং আমাদের যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে।’

সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ হারে বাংলাদেশ। দল হারলেও মিরাজ ছিলেন দুর্দান্ত ফর্মে। তাই মিরাজের কাছে দলের প্রত্যাশাও থাকবে অনেক। সেসব বোঝেন মিরাজ। তাই নিতে চান চ্যালেঞ্জ।

‘প্রত্যেকটা ক্ষেত্রেই চ্যালেঞ্জ নিতে হবে। শ্রীলঙ্কার মাটিতে লাইন ও লেংথ খুবই গুরুত্বপূর্ণ স্পিনারদের ক্ষেত্রে, কারণ এখানে উইকেটটা খুব ভালো থাকে। লাস্ট যে টেস্টগুলো আমরা খেলেছি, হয়ত আমাদের ওরকম অ্যাডভান্টেজ ছিল না। বাট আমরা যে জিনিসটা চেষ্টা করেছিলাম, আমি তাইজুল ভাই, রান যেন আটকে রাখি, এবং ভালো এরিয়াতে যেন বল করতে থাকি। তখন কিন্তু চান্স এসে গিয়েছে। সেটাই চেষ্টা করব আবার করার।’