শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে রাজ মিস্ত্রীর মৃত্যু

0
85

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি ভবনে কাজ করতে গিয়ে সোহাগ মৃধা (৩০) নামে এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করার সময় এই ঘটনা ঘটে। সোহাগ মৃধা পুর্ব কেয়টখালী গ্রামের আব্দুল ছালাম মৃধার পুত্র। ২ ভাই ও ১ বোনের মধ্যে সোহাগ বড়।

স্থানীয়রা জানায়, কেয়টখালী গ্রামের সৌদি আরব প্রবাসী মো. কোরবান শেখের নির্মাণাধীন ৩ তলা বিল্ডিংয়ের কাজের ঠিকা নেয় একই গ্রামের মো. আব্বাস। ঠিকাদার আব্বাসের নির্দেশেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নির্মাণাধীন ওই ভবনের ২ তলায় রাজ মিস্ত্রির কাজ করতে যায় সোহাগ।

এসময় বিল্ডিংয়ের ১ ফুট দূরত্বে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ তারের সাথে স্পৃষ্ট হলে ঘটনা স্থলেই সোহাগের মর্মান্তিক মৃত্যু হয়। এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করতে রাজি হননি।