রোজায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দোয়া

0
186

রমজানের রহমত ও আল্লাহর সন্তুষ্টির ঠিক তখনই মিলবে যখন আল্লাহর ক্রোধ ও গজব হেফাজত থাকা যাবে। আল্লাহর রহমত ও সন্তুষ্টি পেতে এবং তাঁর রাগ ও গজব থেকে মুক্তি কামনা করাই মুমিনে একান্ত জরুরি। তাই রমজানের দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি পেতে এ দোয়াটি বেশি বেশি পড়া-

اَللَّهُمَّ قَرِّبْنِيْ فِيْهِ إلَى مَرْضَاتِكَ، وَجَنِّبْنِيْ فِيْهِ مِنْ سَخَطِكَ وَنَقِمَّاتِكَ، وَوَفِّقْنِيْ فِيْهِ لِقِرَاءَةِ آيَاتِكَ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি ফিহি ইলা মারদাতিকা, ওয়া ঝাননিবনি ফিহি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মাতিক; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লিক্বিরাআতি আয়াতিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : ‘হে আল্লাহ! আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে নিন। আর আপনার ক্রোধ আর গজব থেকে দূরে রাখুন। আমাকে আপনার পবিত্র কুরআন তেলাওয়াত করার তাওফিক দিন। হে দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর নৈকট্য অর্জনে কুরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিল আদায় করার তাওফিক দান করুন। আমিন।