চকবাজারেও বসবে না ইফতার বাজার

0
89

এবার রোজা এসেছে সর্বাত্মক লকডাউনকে সঙ্গে নিয়ে। তাই নিজ নিজ জায়গা থেকে সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন মুসল্লি ও দোকানিরা। হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেও খাবার খেতে হবে বাড়িতে নিয়ে।

চকবাজারের ইফতার বাজারের ঐতিহ্য চারশ বছরের। রোজা শুরু হলে বদলে যায় এই চিরচেনা রূপ। দিনভর খাবারের দোকানগুলো কাপড় দিয়ে ঘিরে রাখা হয়। প্রতিদিন বিকেলে সেখানেই বসে ইফতার বাজার। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। বুধবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন।

সরকারি আদেশ মেনে চকবাজারসহ কোথাও বসবে না ইফতার বাজার। তবে নগরীর খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁগুলো খোলা থাকবে বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত।

তাই প্রস্তুতির অনেকটাই সেরে ফেলেছেন তারা। কিন্তু এবার হোটেলে বসে ইফতারি বা সেহরি করার সুযোগ নেই। ক্রেতাকে খাবার কিনে বাসায় নিয়ে খেতে হবে।

তবে করোনা’র সংক্রমণ রোধে নগরবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আরও বলছেন, বাসায় তৈরি ইফতার বা সেহরি তুলনামূলক বেশি স্বাস্থ্যকর।