লিও টু লায়ন প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরি বাবু

0
109

বিশ্বের সর্ব বৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৩, বাংলাদেশের ২৪তম বার্ষিক জেলা সম্মেলন রাজধানীর বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে শতভাগ এফারমেটিভ ভোট পেয়ে ২০২০-২১ সেবা বর্ষের জন্য ২য় ভাইস জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হয়েছেন লিও জেলা ৩১৫ বি৩ এর প্রতিষ্ঠাতা জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, লিওদের প্রানের নেতা লায়ন প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরি বাবু। লায়ন প্রফেসর সিরাজুল বাবু বর্তমানে অতিশ দীপংকর ইউনিভার্সিটি আফ সাইন্স এন্ড টেকনোলজি, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ডিটেক্টর ও ট্রাস্টি হিসেবে দায়িত্বরত এবং সেই সাথে নিউ ক্যাসেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন । এছাড়া, তিনি আইটি ভিত্তিক প্রতিষ্ঠান ব্রিটিশ কলম্বিয়া মেডিকেল টেকনোলজি, ইনস্টিটিউট অফ মেনেজমেন্ট এন্ড মেডিকেল টেকনোলজি, ইনফরেটিক্স ইনস্টিটিউট বাংলাদেশ, সোনালী ইনফরমেশন টেকনোলজি লিমিটেড, পারমিটা গ্রুপ, এস.আই.টি.এল গ্রুপের চেয়ারম্যান হিসেবে কর্মরত। তাছাড়াও, তিনি ব্রিটিশ ও ইউরোপীয় বাজারে অনলাইন ভিত্তিক শপিংমল আলিফলাইলা.কম এর ডিরেক্টর হিসেবে কর্মরত।

তাছাড়া, উক্ত সম্মেলনে ২০২০-২১ সেবা বর্ষের জন্য জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন এ.এইচ.এম জহিরুল ইসলাম এমজেএফ, প্রথম ভাইস জে’লা গভর্ণর হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন নাসিম মাহমুদ এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান ক্যাবিনেট ট্রেজারার, সাবেক লিও জেলা সভাপতি, সদা হাস্যজ্জল ব্যক্তি লিও টু লায়ন মো: শামীম রেজা এবং ক্যাবিনেট ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক লিও টু লায়ন সাকি কাউসার।

উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন জেলার বর্তমান গভর্ণর, অত্যন্ত সাদা মনের মানুষ লায়ন আলহাজ্ব আব্দুল হক এমজেএফ। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডন গ্রুপের সন্মানিত চেয়ারম্যান, বাংলাদেশে বর্তমান লায়নিজমের প্রধান ব্যক্তিত্ব, লিওদের আস্থার প্রতীক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ড. মোহাম্মদ এরশাদ হোসাইন রানা পিএমজেএফ। লায়ন ড. রানা ‘ড্রিম কাউন্সিল চেয়ারম্যান’ নামেও সকলের কাছে সর্বজন স্বীকৃত। উক্ত সম্মেলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন এইস.এম. ইউসুফ আলী।

এছাড়া, উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্মেলনের নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা পিডিজি পিসিসি লায়ন মো: আবদুল্লাহ, উপদেষ্টা পিডিজি লায়ন ইন্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, চেয়ারম্যান পিডিজি লায়ন শামসুল আলম খোকন, সদস্য আর.সি. হেডকোয়ার্টার লায়ন আবুল বাশার মিন্টু, আর.সি হেডকোয়ার্টার লায়ন শেখ সাহেদ হোসাইন সহ জেলার ডেলিগেট ও সিনিয়র নেত্রীবৃন্দ।

উক্ত সম্মেলনটিকে সুন্দরভাবে আয়োজনের জন্য লিও জেলার বর্তমান সভাপতি লিও আমজাদ হোসেন মনিরের নেতৃত্বে জেলার লিওরা একযোগে কাজ করে থাকেন।