শ্রীনগরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

0
83

আরিফুল ইসলাম শ্যামল: “মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

উল্লেখ্য, প্রতি বছর ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ বা জাটকার নিষিদ্ধ মৌসুম। এসময় জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ।