নীলফামারী জেলায় দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা

0
149

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলায় দিন দিন বাড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ নতুন করে আরো দুই ব্যক্তি করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৪ মে/২০২০) বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান,
রংপুর পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩ জেলার আজ মোট ১৬ জন করোনাতে আক্রান্ত হয় এর মধ্যে নীলফামারী সদরে ১জন। তার বাসা শহরের জুম্মা পাড়ার ৪০ বছরের গৃহবধু গত কয়েকদিন ধরে গাইনী সমস্যায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সেখানে তার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

অপর দিকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্টা পাওয়া গেছে। তার বাড়িও সদরে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।

সে পৌর শহরের সবুজ পাড়ায় (৪৫ বছরের) থাকতেন। তিনি জেলার ইসলামী ব্যাংক শাখার কর্মকর্তা।

সুত্র মতে এ নিয়ে জেলায় ২৬ জন করোনা রোগীর শনাক্ত হলো। নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড হতে মোট ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। তবে এই জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মাস্টার পাড়ার গোলাম মোস্তফা গত ২৪-০৪-২০২০ ইং তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে তার নমুনা সংগ্রহ করে কোভিড-19 পাওয়া যায়।