নান্দাইলে শিশু সহ আরো চারজন করোনায় আক্রান্ত : তিন বাড়ি লকডাউন ঘোষণা

0
81

এইচএম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: লকডাউন শিথিল হওয়ায় দিন যতই বাড়ছে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের সোমবার রাতে এক শিশু সহ চারজনের করোনা শনাক্তের তথ্যটি নিশ্চিত করেন।

আক্রান্তরা হচ্ছে উপজেলার চন্ডিপাশা ইউপির বারুইগ্রাম গ্রামের আড়াই বছরের শিশু, গাঙ্গাইল ইউপির গাঙ্গাইল গ্রামের এক নারী, পৌরশহরের নান্দাইল বাজারের ৪০ বছর বয়সী এক পুরুষ ও শেরপুর গ্রামের ২৫ বছর বয়সী এক যুবক।

এ বিষয়ে মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আাহম্মেদ নাসের ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আাহম্মেদ করোনায় আক্রান্ত তিন রোগীর বাড়িকে লকডাউন ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আাহম্মেদ নাসের জানান, দুইদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে চারজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন।