উলিপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

0
93

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা :কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) দুপুরে খাদ্য গুদাম চত্বরে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেমন্ত কুমার বর্মন, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, খাদ্য পরিদর্শক গোলাম মোস্তফা, চাল কল মালিক সমিতির আহবায়ক মাহফুজার রহমান বুলেট, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মনজুরুল সরদার বাবু, সহ-প্রচার সম্পাদক শাহীনুর আলমগীর, তবকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রাজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার প্রমুখ।

অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার থেতরাই ইউনিয়নের কৃষক মোছাঃ নার্গিস বেগমের ১ মেঃ টন ধান ক্রয় করা হয়।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি কেজি ২৬টাকা দরে ৩ হাজার ৮শ ৫০ মেঃ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এছাড়া ২হাজার ৩শ ৬ মেঃ টন চাল কেজি প্রতি ৩৬টাকা দরে এবং ১শ ৯৯ মেঃ টন আতপ চাল কেজি প্রতি ৩৫ দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ধান চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।