পুঠিয়ায় করোনা দূর্যোগকালে ডাক বিভাগের “কৃষকবন্ধু ডাক সেবা”উদ্বোধন

0
79

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় আজ করোনা ভাইরাস জনিত মহামারীর দূর্যোগকালে বাংলাদেশ ডাক বিভাগের “কৃষকবন্ধু ডাক সেবা”এর আওতায় প্রান্তিক কৃষক ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম রাজশাহী জেলা হতে বিনামূল্যে ঢাকায় প্রেরণের আনুষ্ঠানিকভাবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন মাননীয় ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার।

উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সেবা উদ্বোধন করা হয় সরাসরি ভিডিও প্রচারের মাধ্যমে।

এসময় সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নূর-উর রহমান, জেলা প্রশাসক হামিদুল হক, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান,ভূমি কমিশনার (এসিল্যান্ড) রুমানা আফরোজ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আম চাষী ও ব্যবসায়ীগণ।