কালীগঞ্জে পৃথক দুটি ভ্রাম্যমান আদালতে ৩৫ হাজার ১’শ টাকা জরিমানা আদায়

0
146

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি :মরণব্যাধি করোনা ভাইরাস মহামারিতে সরকারি আদেশ অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার ১’শ টাকা জরিমানা করেছে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানি সাহা ও সহকারী কমিশনার (ভূমি) ভুপালি সরকার দুই নির্বাহি ম্যাজিেেষ্ট্রট এ জরিমানা আদায় করেন।

ভূপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৩ ব্যক্তি ও ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ১’শ টাকা জরিমিানা করা হয়।
অপরদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৯ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উভয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।