ধামরাই ইউনিয়নে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (R M O) এর আওতায় ১০ মহিলা নিয়োগ

0
72

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে দীর্ঘ ১ বছর পর ধামরাই ইউনিয়ন সহ ধামরাই উপজেলার সব ইউনিয়নে (R M P) গ্রামীন উন্নয়ন কর্মসুচীর আওতায় প্রতি ইউনিয়নের ন্যায় ধামরাই ইউনিয়নেও ছোট রাস্তা ঘাট মেরামতের জন্য ১০ জন মহিলা নিয়োগ পেল। আজ সোমবার (১ জুন-২০২০ খ্রীস্টাব্দ) হইতে তাদের যাত্রা শুরু আগামী ৩ বছরের জন্য।

প্রতি মাসে তাহারা প্রত্যেকেই ৫১৫০ টাকা করে পাবে। এর অর্থ প্রতিদিন ১৭০ টাকা আর ও ৮০ টাকা ব্যাংকে জমা থাকবে। ৩ বছর শেষ হইলে এককালীন সুদ সহ পাবে। তাদের ছুটির দিন বাদে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইউনিয়নের ভাঙ্গা রাস্তা ঘাট মেরামতের দ্বায়িত্ব থাকবে।

এ’সময় ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন নিয়োগ প্রাপ্ত ১০ জন মহিলাকে ধামরাই ইউনিয়ন পরিষদের রাস্তা ঘাট মেরামত করার জন্য তাদের দায়িত্ব সমন্ধে বিস্তারিত ভাবে অবহিত করেন। সেই সাথে চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন আরো উল্লেখ্য করেন এই ১০ জন মহিলা নিয়োগের কারণে আমাদের ইউনিয়নের উন্নয়ন কাজে অনেক অগ্রগতি সাধিত হবে।