নেত্রকোনার পূর্বধলায় ৭৯৬টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

0
82

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় আর্থিক অসচ্ছলতা দূরীকরণে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। সোমবার (১ জুন) পূর্বধলা উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে মসজিদের তালিকা ও বরাদ্দের বিষয়টি প্রকাশ করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়নের ৭৯৬টি মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত অর্থ ৫০০০/- টাকা করে আগামীকাল থেকে বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আগামীকাল ২ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় হোগলা, ঘাগড়া, জারিয়া ও ধলামুলগাও ইউনিয়নে চেক বিতরণ করা হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অনুদান হিসেবে দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের জন্য ১২২ কোটি দুই লাখ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। প্রতিটি মসজিদ পাঁচ হাজার হারে এ অনুদান পাবে।

বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে ।

ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন।