মোংলায় আম্পানে ক্ষতিগ্রস্থ ভেড়ীবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো ছাত্রলীগ নেতাকর্মীরা

0
178

মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: ঘুর্নিঝড় “আম্পানে” আঘাতে দক্ষিণ উপকূলে নদীর পাড়ের অস্থায়ী ভেরি বাদ সংলগ্ন গ্রামে জোয়ারের পানিতে বসতভিটা তলিয়ে যেতে দেখা গিয়েছে। এতে করে বুড়িরডাঙ্গা এলাকার খাল সংলগ্ন গ্রামবাসীরা খুব কষ্টে দিনযাপন করছে। তাই মোংলায় ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ভেড়ীবাঁধ স্বেচ্ছা শ্রমে সংস্কার করে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

পৌর এলকার বুড়িরডাঙ্গা এলাকার খাল সংলগ্ন এ বাঁধ সংস্কারে অংশ নেন শতাধীক নেতাকর্মী। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁধের একাধিক স্থানে সংস্কার কাজ করেন তারা।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামন জসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামি উপ দপ্তর সম্পাদক মোঃইমরান শেখ ,মোংলা পৌর ছাত্রলীগের সভাপতি কাজি মোয়াজ্জেম হোসেন রানা ,মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পী সহ শতাধিক নেতা নেতাকর্মী বাঁধ সংস্কারের কাজে অংশ নিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের মুখে হাঁসি ফুঁটিয়েছেন।

আর বাঁধ সংস্কার হওয়ায় বেজায় খুশি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা উত্তম সরকার। তিনি বলেন, ঘুর্নিঝড় আম্পানের প্লাবনে কামারডাঙ্গা খাল সংলগ্ন এ বাঁধটির বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দেয়। এতে জোয়ার পানি ঢুকে পড়ায় সীমাহীন দূভোর্গে পড়েন দুই শতাধিক পরিবার। শেষ পর্যন্ত এ বাঁধ সংস্কার কাজে এগিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা।