পুঠিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে চালু হলো “Call Your UNO”সেবা

0
102

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবা প্রত্যাশীদের বিভিন্ন সেবা প্রদানের নিমিত্তে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চালু করা হয়েছে ভিডিও কলের মাধ্যমে Call Your UNO সেবা।

আজ থেকে চলবে এই সেবা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে স্ব-শরীরেও আগের মতো চলবে উপজেলার সকল কাজ ও সাক্ষাৎ। তবে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে ভির, সমাগম, ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য। সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই প্রতিবাক্যকে প্রাধান্য দিয়ে এই অভিনব উদ্যোগ নিয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবা গ্রহণের জন্য আসা সকল ব্যক্তি অফিসের নিরাপদ একটি স্থানে থেকে অফিসের নির্ধারিত ডিভাইসের মাধ্যমে বিনামূল্যে ভিডিও কলের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবে।

এছাড়াও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নিজ বাড়িতে বা নিজ এলাকায় থেকেও উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক Uno Puthia Rajshahi তে মেসেঞ্জারের মাধ্যমে সেবা গ্রহণ করা যাবে। এই সেবাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।