বাজারে এলো হামদর্দ এর বাসক

0
114

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর নতুন ওষুধ বাসক বাজারে এসেছে। রাজধানীর বাংলামটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মোড়ক উস্মোচন করে বাসক এর আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু করেন।

এ সময় হামদর্দ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেলসহ বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ শরীফুল ইসলাম শুভেচ্ছা জ্ঞাপন করেন ও নতুন ওষুধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মোড়ক উন্মোচন ও কেক কেটে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। একইসাথে প্রায় তিনশত চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে এ উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। শত বছরের বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান হামদর্দ এর বাসক শুষ্ক অস্বস্তিকর কাশি, অ্যালার্জি ও ধূমপানজনিত কাশি, স্বরভঙ্গ ও গলাব্যাথা, হাঁপানি এবং শ্বসনতন্ত্রের সংক্রমণ প্রতিকারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।