বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ প্রতিযোগীতায় শ্রীনগরের ৯ জন বিজয়ী

0
80

আরিফুল ইসলাম শ্যামল: মুজিববর্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে নারীদের প্রথম ও তৃতীয় স্থানসহ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে শ্রীনগরের ৯ জন বিজয়ী হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাবাহিনীর কম্পোজিট ৯৯’র বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকাল ৩ টায় পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শুরু হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেন দিয়ে সমষপুর আন্ডার পাস হয়ে পূর্ব পাশ হয়ে পুনরায় টোল প্লাজায় এসে ৫ কিলোমিটার ম্যারাথন শেষ হয়। এই ম্যারাথনে বিভিন্ন বয়সের ২ হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এদের মধ্যে শ্রীনগর উপজেলা থেকে ৮৫০ জন, লৌহজং উপজেলা থেকে ৮০০ জন ও সেনা বাহিনীর ৩৫০ জন অংশগ্রহন করেন। নারীদের মধ্যে প্রথম হয়েছেন শ্রীনগর বিআরডিবি অফিসে কর্মরত যুথি আক্তার, তৃতীয় হয়েছেন কবুতরখোলা-হাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোখসানা বেগম। অন্যান্যরা হলেন বীরতারা ইউনিয়নের সালেপুর গ্রামের এরশাদ হাওলাদার, মজিদপুর দয়হাটা গ্রামের আবির হোসেন, ষোলঘর ইউনিয়নের পাকিড়া পাড়া গ্রামের রানা হোসেন, আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাও গ্রামের ফয়সাল মাহমুদ, শ্রীনগর ইউনিয়নের মো. রাসেল, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের মো. আনোয়ার হোসেন ও শ্রীনগর থানায় কর্মরত পুলিশ সদস্য মুশফিকুর রহমান।

বিজয়ীদের সাথে আনন্দে অংশ নেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা বিকল্প ধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, যুব লীগের যুগ্ন-সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র লীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তদেরর কর্মকর্তা বৃন্দ ও বিএনসিসি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।