শেরপুরে এইচআরডি’র আয়োজনে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ উদ্বোধন

0
90

এস.এম.আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে হিউম্যান রাইট’স ডিফেন্ডার ফোরাম ( এইচআরডি) আয়োজনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহযোগিতায় ২ মার্চ (মঙ্গলবার) সকালে শেরপুর হোটেল আয়সার ইন এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ।

নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরুজ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন হাসান শরাফত জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালকের প্রধান সহকারী , মোঃ আবুল কালাম আজাদ আহবায়ক জনউদ্যোগ শেরপুর জেলা শাখা, উদীচী শিল্পী গোষ্ঠীর আবু হান্নান, মানিক পাল আইইডি শেরপুর জেলা কো-অর্ডিনেটর , শাহ মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল জেলা প্রোগাম অফিসার আইইডি প্রমুখ।

প্রশিক্ষক হরেন্দ্র নাথ সিংহ, সুমুন্ত বর্মন। শেরপুর জেলার বিভিন্ন উপজেলা ২০ জন ক্ষুদ্রনৃগোষ্ঠী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।