অগ্নিঝড়া মার্চ

0
301

অগ্নিঝড়া মার্চ

লেখকঃ আরফান আলী

 

ফাগুন মাসে পাতা ঝড়ে,
মার্চের কথা মনে পড়ে।

অগ্নিঝড়া মার্চ মাস,
বাঙালির করুণ ইতিহাস।

ইতিহাসের প্রতিটি পাতা,
বীর বাঙালির রক্তে আকা।

নয় মাস রক্তের বিনিময়ে-
পেলো লাল সবুজ পতাকা।

৭ই মার্চ অনুপ্রেরণা জাগিয়েছে তখন,
ছেড়েছে বাড়ি,ছেড়েছে পরিবার, ছেড়েছে তাদেরর জীবন।

হারালো স্বজন, হারালো মা বোন ২৫শে মার্চ,
আগুন দিলো,গুলি করলো আরো লাঠি চার্জ।

মেরে নাহি থামাতে পারলো হিংস্র পাক সেনারা,
শেষ পর্যন্ত হারালো তাদেরই কূল-কিনারা।