কেএমপি, ডিবি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ী গ্রেফতার

0
87

আহছানুল আমীন জর্জ, খুলনা : কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১১ হাজার ৮শ’ টাকা উদ্ধারসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে হরিণটানা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি’র সিটি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটিএসবি ) মোঃ জাহাংগীর আলম ১ মার্চ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উক্ত তথ্য নিশ্চিত করেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াড়ী মোঃ কামাল হোসেন(৩৫), পিতা-মৃতঃ আবুল হাশেম, সাং-বড় বয়রা বাউন্ডারি রোড, মহিলা কলেজের পিছনে, থানা-খালিশপুর; আবু হানিফ ওরফে জুয়েল (৩৪), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-বড় বয়রা, হাজি ফয়েজ উদ্দিন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; আবু সায়েম (৩৬), পিতা-মোঃ মোখলেসুর রহমান, সাং-বড় বয়রা ইসলামিয়া রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ কামরুল সরদার(৩৮), পিতা-মৃতঃ শাহ আলম, সাং-বয়রা আন্দিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে, খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল মল্লিক বাড়ী রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জুয়াড়ীদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম ৫ সেট তাস এবং নগদ ১১ এগার হাজার ৮ শত টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়।