রাজশাহী
শতফুল বাংলাদেশ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজশাহীর জেলা প্রতিনিধি ঃ শতফুল বাংলাদেশ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার শতফুল বাংলাদেশ প্রধান কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশ কার্যনিবাহী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতফুল বাংলাদেশ এর প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা, সাবেক অতিরিক্ত সচিব (পরিকল্পনা মন্ত্রণালয়) সফিকুল ইসলাম। প্রধান অতিথি কেক কেটে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ব্যুরোর সিস্টেম এনালিস্ট যতন কুমার সাহা, প্রোগ্রামার ফারুক সোহেল, সুপ্রীম কোর্ট এর এ্যাড. খান মোঃ রুহুল বারী শরীফ। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ (ওসি) এস এম মাসুদ পারভেজ, কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক চেযারম্যান ইসলাম আলী সরদার, পরিচালক শতফুল স্বাস্থ্যসেবা কেন্দ্র সুরাতুন নেছা, প্রোগ্রাম কো- অর্ডিনেটর হুমায়ন কবীর মুক্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সুধীজন। শতফুল বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের অক্লান্ত পরিশ্রমে ওই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে সেই সব গুনীজনদেরকে শতফুল এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। উপজেলা কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান , প্রথম ঋণগ্রহীতাকেও সম্মাননা দেওয়া হয়। শতফুল বাংলাদেশ ২০০১ সালের ১লা জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়ে অধ্যবধি সুনামের সহিত বিভিন্ন উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা।