খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১

0
105

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে খুলনা জেলার রূপসা থেকে ৫০ পিচ ইয়াবা সহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শনিবার খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উক্ত তথ্য নিশ্চিত করা হয়।

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/ রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৯ টায় খুলনা জেলার রূপসা থানাধীন মৈষাগুনী গ্রামের জেবিএম রোডের কুটির মোড়ে রাস্তার পশ্চিম পার্শ্বে আব্দুর রাজ্জাকের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ৫০(পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মৈষাগুনী গ্রামের আতিয়ার রহমানের পুত্র মোঃ রুবেল শেখ (২০) কে গ্রেফতার করে। জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এস আই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে রুপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।