কালিহাতীর নারান্দিয়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত!

0
154

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট অমিত দেবনাথ (৩৩)।

তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার আনেহুলা ইউনিয়নে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

এদিকে আজ (৩১ মে) একজন সুস্থ হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত ওই ফার্মাসিস্ট ঈদুল ফিতরের পরের দিন গত ২৬ মে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করাকালীন সময়ে তার ঠান্ডা জনিত সমস্যা থাকায় নমুনা দিলে কর্তৃপক্ষ তার নমুনাটি সংগ্রহ করে গত ২৭ মে ঢাকার আইপিএইচএ পাঠিয়ে দেন। পরে (৩০ মে) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি আপাতত হোম আইসোলেশনে থাকবে এবং পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হবে বলেও জানা যায়। এদিকে আক্রান্তদের মধ্যে আজ (৩১মে) রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।