রামগঞ্জে রোজা রেখে কৃষকের ধান কাটলেন ইসলামী শ্রমিক আন্দোলন

0
126

পারভেজ, লক্ষ্মীপুর প্রতিনিধি: কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসে আটকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠন। গত দুই সপ্তা যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন কর্মসূচি পালন করেছে দলটি।

আজ (৭ মে) বৃহস্পতিবার, ইসলামী আন্দোলন এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর নির্দেশ ক্রমে রামগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মী।

এসময় ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ইসলামী শ্রমিক আন্দোলন রামগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান (সাগর) ,ইশা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল মোঃ কামাল হোসেন,মোঃ রাফি মোঃ রাছেল আহমেদ, মোঃ ফরহাদ আটিয়া, মোঃ মহিন, মোঃ হাতেম, মোঃ আরিফ, মাঃ আব্দুল কুদ্দুস, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাছির উদ্দিনসহ প্রমূখ।

উপজেলা সভাপতি ক্বারি আব্দুর রব আল-মামুন সাংবাদিককে জানান, আমাদের কর্মসূচি চলতে থাকবে। করোনা মহামারীতে আটকে পড়া কৃষকসহ দিনমজুর, অসহায় খেটে-খাওয়া মানুষগুলোর পাশে থাকবে ইসলামী শ্রমিক আন্দোলন রামগঞ্জ উপজেলা।