১দিনে ময়মনসিংহ ল্যাবে করোনা সনাক্ত ২৮ জনের

0
107

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৩০ মে ২০২০,শনিবার রাত ১১:৪৫ মিনিটে জামালপুরে সর্বশেষ প্রতিবেদনে ময়মনসিংহ ল্যাবে জামালপুরের ১৬৯ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২৮ জন (বকশীগঞ্জ ০৯জন দেওয়ানগঞ্জ ১০, ইসলামপুর ৭, মেলান্দহ ২জন) কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে

। এতে জেলায় এ পর্যন্ত সর্বমোট সংক্রমণ শনাক্ত ২৩৬জন (সরিষাবাড়ী ১৮, মেলান্দহ ৫১, মাদারগঞ্জ ১৪, বকশীগঞ্জ ২৩, দেওয়ানগঞ্জ ২১, ইসলামপুর ৩৭, সদর ৭২জন) করোনায় আক্রান্ত হয়েছেন ।
আজ সুস্থ ০, সর্বমোট সুস্থ ১০৯।

আজ মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় শনাক্ত ২ জন – ইসলামপুর)।

সর্বশেষ নমুনা সংগ্রহ ৬৭,এ পর্যন্ত সর্বমোট ৩৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য সম্প্রতি জামালপুর জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপন করা হয়। কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর যন্ত্রটি ৪দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরে রোগীর রক্তের নমুনা থেকে করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।