পাইলটের করোনা, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

0
96

করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে রাশিয়ার রাজধানী মস্কোতে আটকা পড়েছে বেশ কিছু ভারতীয়। তাদের দেশে আনতে একটি বিমান পাঠাচ্ছিল ভারত সরকার। বিমান উজবেকিস্তান পর্যন্ত গিয়েছিল ঠিকঠাক। কিন্তু তার পর বাধে বিপত্তি।

যাত্রী আনতে যাচ্ছিল বলে বিমানটি ছিল খালি। এ-৩২০ বিমানটি বন্দে ভারত মিশনের অধীনে যখন উজবেকিস্তানের আকাশ অতিক্রম করে তখন ভারতীয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আছে, ওই বিমানের পাইলটের করোনা পজিটিভ।

এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটিকে তক্ষুণি ফিরে আসতে বলা হয়েছিল। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এটি দিল্লিতে ফিরে আসে।

আটকা পড়াদের আনতে পরে অন্য একটি বিমান পাঠানো হয় বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা।