মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ব্যারিস্টার তাসমিয়া প্রধানের

0
89

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, জাতির ক্রান্তিকালে এবং দেশের প্রয়োজনে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল সবসময় অবিস্মরণীয়। স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, মহান মুক্তিযুদ্ধে তার লড়াকু ও বীরের ভূমিকা, বহুদলীয় গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চার ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। তিনি দেশ ও দেশের মানুষের জন্য সবসময় কাজ করেছেন। জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শন আমাদের এখনো রাজনৈতিক ময়দানে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।

জাগপা সভাপতি বলেন, প্রেসিডেন্ট জিয়া দেশ ও দেশের মানুষের জন্য ওনার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা এক উন্নত বাংলাদেশে আজ বসবাস করতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওনাকে হারিয়েছি এবং ওনার সেই পরিকল্পনা পরবর্তীতে আর কেউ বাস্তবায়ন করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।